
জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বিশিষ্ট শিক্ষানুরাগী,সাবেক গণপরিষদ সদস্য, বাংলাদেশ সংবিধানের রচয়িতা, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দী’র ২৮ তম স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ ঠা নভেম্বর শনিবার দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ আসিফ সোহরাওয়ার্দী রাজনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় প্রমুখ।এসময়ে উপস্হিত ছিলেন প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ্ আজাদ, যুবলীগ নেতা মোঃ সামিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলামসহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
মন্তব্য করুন