
ঋনের কিস্তির টাকা আনতে গিয়ে ঋনগ্রহীতার হামলার শিকার হয়ে আহত হয়েছেন জান্নাতুন ফেরদৌস মুনমুন (৩১) নামের একজন নারী মাঠকর্মী। সোমবার দুপুরের দিকে উপজেলার সুবিদখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই নারী বেসরকারি এনজিও ‘কোস্ট ফাউন্ডেশন’র মির্জাগঞ্জ শাখার মাঠকর্মী।
বর্তমানে তিনি মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এঘটনায় ভুক্তভোগী ওই নারী মাঠ কর্মী মির্জাগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার দায়েরের পর পরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আসামী মো.দুলাল মল্লিক (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকায় ঋন গ্রহীতা চায়ের দোকানদার মো. দুলাল মল্লিকের কাছে ঋনের বকেয়া কিস্তি টাকা আদায় করতে যান মাঠকর্মী মুনমুন।এ সময় ঋন গ্রহীতা দুলাল মল্লিক কিস্তির টাকা দিতে অপারগতা প্রকাশ করেন,এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুলাল মল্লিক ও তার লোকজন ওই নারী কর্মীকে মারধর করে আহত করেন। পরে স্থানীয়রা ওই নারী কর্মীকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন নারী মাঠ কর্মী জান্নাতুন ফেরদৌস মুনমুন জানান, চায়ের দোকানদার দুলাল মল্লিক দুইমাস আগে কোষ্ট ফাউন্ডেশন সুবিদখালী শাখা থেকে ৮০ হাজার টাকা ঋন উত্তোলন করেন। ঋন উত্তোলনের পর থেকে সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধে টালবাহানা করেন। ঘটনার দিন সোমবার আমি কিস্তিন টাকা চাইতে গেলে আমার সাথে অশালীন আচরণ করেন। এক পর্যায়ে আমার শরীরে চায়ের কেটলীর গরম পানি ছুড়ে মারে এবং দোকানে উপস্থিত দুলাল মল্লিকসহ ৪/৫ মিলে এলোপাতারি কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার পর এজাহারের প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন