
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
আজ রবিবার সন্ধা সাড়ে ৭ টায় তিনি শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপে পৌছলে মিশন কতৃর্পক্ষ তাকে স্বাগত জানান। এসময় তিনি পূজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে শারদীয় দুর্গাপূজা নিয়ে সামগ্রিক বিষয়ে আলোচনা করেন ও জেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সকল প্রকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপের সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। জেলা প্রশাসকের সাথে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারি কমিশনার ( ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, সাধারন সম্পাদক শ্রীপদ দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অজয় দেব প্রমুখ।
মন্তব্য করুন