“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে উপজেলা ঈদগা মাঠের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঋষি বাড়ি এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নিজাম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ১৩ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি এ্যাডভোকেট ইউসুফ আলী হাওলাদার, সদস্য জসিম উদ্দিন জালাল জোমাদ্দার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান মৃধা প্রমুখ। এসময় উপজেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের নিরাপদ কর্মস্থল, জীবন-যাপনের জন্য সময় উপযোগী মজুরি নির্ধারণসহ বিভিন্ন সেক্টরে নিয়োজিত শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। উল্লেখ্য, সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় মে দিবস। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি “মে দিবস” হিসেবে পালিত হয়ে আসছে।