
আসন্ন শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু, শান্তিপুর্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায় প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, থানা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক শ্রীপদ দেব প্রমুখ।
সভায় আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সম্প্রীতির বন্ধন বজায় রেখে সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আসন্ন দুর্গাপূজা উদযাপনের অনুরোধ জানানো হয়। সভায় আসন্ন দুর্গাপূজায় যানজট নিয়ন্ত্রণ, প্রতিটি পুজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক, পুলিশ ও আনসার মোতায়েনসহ দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: এবার শ্রীমঙ্গল উপজেলায় ১৭৩টি পুজামণ্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন