মাদারীপুরের কালকিনিতে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়ছে। গত মঙ্গলবার বিকালে ৫টায় কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের গোলপাতা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষন অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভার আয়োজন করে কালকিনি উপজেলা ইলিশ সংরক্ষণ টাস্কফোর্স কমিটি।
মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা অা. লীগের সভাপতি তাহমিনা বেগম প্রধান অতিথি বক্তবে বলেন, ইলিশ মাছ ধরে যে সমস্ত জেলে তারাই শুধু তালিকাভূক্ত হবেন আর তারাই সরকারী চাল পাবেন। আর যারা নদীতে অন্য মাছ ধরেন তারা কেন সরকারী চাল পাবেন না। কিন্তু সেই সমস্ত জেলেও তো এই ২২ দিন নদীতে মাছ ধরে পারে না। তাই তালিকাভূক্ত করে তাদেরও সরকারী চাল দিতে হবে আমি সংসদে এই কথা উত্থাপন করবো। সাহেবরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: মোখলেচুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক , মাদারীপুর জেলা মৎস অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আনিচুর রহমান, কালকিনি উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সন্দিপন মজুমদার ও কালকিনি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: বেলাল হোসন।
অন্যান্য বক্তারা বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশের ডিম পাড়ার সময়। এ সময় আমরা যদি ইলিশ ধরা বন্ধ রাখি তাহলে সারা বছরই আমরা ইলিশের চাহিদা মেটাতে পারবো। এই ২২ দিন আমরা ইলিশ ধরা, মজুদ করা, খাওয়া থেকে বিরত থাকবো। এই সময় আরও উপস্থিত ছিলেন জেলে, আড়তদার, পাইকারী ও খুচরা ইলিশ মাছ বিক্রেতাগন।