ওমরাহ হজ্জ পালন শেষে কর্মস্থলে ফেরার সময় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মোজাম্মেল হোসেন মৃধা (৪৮) ও  তার শ্যালক পার্শ্ববর্তী উপজেলা বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের সাগর জোমাদ্দার ( ২৪) এর দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ এপ্রিল) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনরা তাদের মৃতদেহ গ্রহন করে “শীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহী এ্যাম্বুলেন্সে” মির্জাগঞ্জে নিয়ে আসেন।

মরদেহ বাড়ীতে পৌছানোর সাথে সাথে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ওই এলাকার বাতাস। তাদের মরদেহ শেষ বারের মতো একনজর দেখার জন্য শত শত মানুষের ঢল নামে।

মোজাম্মেল হোসেন মৃধার জানাজা নামাজ শনিবার ( ২৯ এপ্রিল) সকাল ৯ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অপরদিকে একই দিন সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়িতে সাগর জোমাদ্দারের জানাজা নামাজ শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, নিহত মোজাম্মেল মৃধা ও সাগর জোমাদ্দার সৌদি আরবে থাকতেন। গত ২৫ মার্চ ওমরাহ হজ্জ পালন শেষ করে কর্মস্থলে ফেরার পথে বাংলাদেশ সময় রাত ৮ টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।