
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নির্মাণাধীন তিস্তা ব্রিজের একটি সার্টার ভেঙে হাবিবুর রহমানের (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার হরিপুর নামকস্থান এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক হাবিবুর রহমান চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের মৃত লালু মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো নির্মাণাধীন তিস্তা ব্রিজে অনান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন হাবিবুর। এ সময় হঠাৎ করে ব্রিজের ওপর থেকে লোহা ও স্টিলের একটি সার্টার ভেঙে শ্রমিক হাবিবুরের উপরে পড়ে। এতে তার সঙ্গে থাকা অন্য দুই শ্রমিক প্রাণে বেঁচে গেলেও মাথাসহ শরীরে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয় শ্রমিক হাবিবুর রহমান। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই হাবিবুরের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে।
মন্তব্য করুন