
বরগুনার তালতলীতে দুই শতাধিক শিশু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেছে গুডনেইবারস বাংলাদেশে । সোমবার( ১৮ ই সেপ্টেম্বর) বেলা ১২টায় গুডনেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি অফিস প্রাঙ্গনে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গুডনেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির প্রোগ্রাম অফিসার শলোমন বৈরাগী’রসঞ্চালনায়, ম্যানেজার রোমিও রতন গমেজ এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার মোঃ ইব্রাহিম সিকদার পনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য ইসহাক মাঝি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু বলেন, দেশের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিশুদেরকে সুন্দর পরিবেশে শিক্ষা দেয়া খুব জরুরি। আগামীর দেশ ও সমৃদ্ধ জাতি গঠনের প্রত্যাশায় আজকের শিশুটিকে সঠিক শিক্ষায় বলিয়ান করে গড়ে তুলতে হবে। সেইসাথে শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পাশাপাশি গুডনেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি এলাকার শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন শিক্ষা ও শিশুর মায়েদের উন্নয়নে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করছে। যাতে করে আগামী দিনে এই শিশুরা সুশিক্ষিত হয়ে দেশ পরিচালনা ও নেতৃত্ব দেয়ার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারে।
শিশুদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমাদেরকে আগামী দিনে জাতির নেতৃত্বের জন্য নৈতিক দিক থেকে, সততার দিক থেকে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
গুডনেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির ম্যানেজার রোমিও রতন গমেজ বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মানসিকতা ও ভাল কাজে মানুষকে অনুপ্রাণিত করতেই আমাদের আজকের এই আয়োজন। এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সন্তানদের সু-সন্তান হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে মা-বাবার কথা শোনা, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলাসহ নৈতিক আচরণ শেখাতে হবে।
সবশেষে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ৩ টিখাতা, ৩ টি কলম, ১ টি টিফিন বক্স, ১ টি ছাতা, ২ টি আম গাছ ও ২ টি মেহগনি গাছের চারা বিতরণ করা হয়। এ সংগঠনের মাধ্যমে ১৪০০ শিশুর মাঝে খাতা কলম টিফিন বক্স ছাতা ও গাছের চারা বিতরণ করা হবে।
মন্তব্য করুন