
লাউয়াছড়া জাতীয় পার্কে গাড়ীর গতি নিয়ন্ত্রণে ও শ্রীমঙ্গলের মাছের অভয়াশ্রম এবং পাখির অভয়ারণ্য বাইক্কা বিলে বিলবোর্ড ও সাইনবোর্ড স্হাপন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লাউয়াছড়া ও বাইক্কা বিলে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এসব বিলবোর্ড ও সাইনবোর্ড স্হাপন করেন।
এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিনুল ইসলাম সেলিম, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
লাউয়াছড়া জাতীয় পার্কের অভ্যন্তর দিয়ে প্রবাহমান সড়কপথে ‘সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল মেনে চলুন, সবর্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার’-এমন লেখাসম্বলিত ৬০টি জনসচেতনতামূলক বিলবোর্ড ও সাইনবোর্ড স্হাপন কর্মসুচির উদ্বোধন করেন পুলিশ সুপার।
এছাড়াও তিনি লাউয়াছড়া বনের প্রধান ফটকের সামনের রাস্তায় একটি বিলবোর্ড স্হাপন করেন।
এদিকে আজ সন্ধ্যার পূর্বে বাইক্কা বিলে পাখি শিকার ও পোনামাছ নিধন বন্ধে এবং বাইক্কা বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন স্লোগান সম্বলিত বিলবোর্ড স্হাপন করেন পুলিশ সুপার।
মন্তব্য করুন