
শ্রীমঙ্গলে ২০২২-২০২৩ অর্থবছরে উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে কৃষিযন্ত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ২৬টি কৃষিযন্ত্র বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন।
স্হানীয় কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত: শ্রীমঙ্গল উপজেলায় কৃষকদের মধ্যে ভূর্তকি মুল্যে ২৬ টি কৃষিযন্ত্র বিতরন করছে। এরমধ্যে ৫টি কম্বাইণ্ড হারভেস্টার, ৪টি রিপার মেশিন ও ১৭টি পাওয়ার থ্রেসার। হাওর অঞ্চলের কৃষকদের ৭০% এবং হাওর অঞ্চল ছাড়া ৫০% ভূর্তকিতে এসব কৃষিযন্ত্র বিতরন করা হচ্ছে।
মন্তব্য করুন