পটুয়াখালীতে নবাগত পুলিশ সুপার আবু ইউসুফ এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দেশের বর্তমান চলমান পরিস্থিতি, মাদক, ট্রাফিক ব্যবস্থাসহ আইনশৃংখলা নিয়ে অভিমত ও পরামর্শ ব্যাক্ত করেন স্থানীয় সাংবাদিকরা। পরে সাংবাদিকদের অভিমত ও পরামর্শ শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন নবাগত পুলিশ সুপার আবু ইউসুফ।

এছাড়া তিনি আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সকলের জন্য চ্যালেঞ্জিং। তাই সুষ্ঠু ও অবাধ নিরেপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সর্বত্র প্রস্তুত।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক জাকির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।