দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে এক নবজাতক কন্যাসন্তানকে ফেলে রেখে চলে গেছেন স্বজনেরা। শিশুটির পাশে থাকা একটি বাজারের ব্যাগে পাওয়া গেছে চিরকুট, যাতে লেখা আমি মুসলিম। আমি একজন হতোভাগি। পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪ নভেম্বর ২০২৫।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় আজ শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে হাসপাতালে শিশুটিকে দত্তক নিতে আগ্রহী অনেকেই ভিড় করেন। হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এক দম্পতি শিশুটিকে ভর্তি করতে এসে নিজেদের শিশুটির নানা-নানী হিসেবে পরিচয় দেন। তারা জানান, শিশুটির মা নিচে আছেন এবং পরে আসবেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায়, শিশুটিকে একা রেখে ওই দম্পতি হাসপাতাল ছেড়ে চলে গেছেন।

পরে হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে শিশু ওয়ার্ডে ভর্তি করেন। শিশুটির পাশে ব্যাগে ছিল কিছু ওষুধ, ডায়াপার ও জামাকাপড়। চিকিৎসকরা জানান, শিশুটি সময়ের আগে জন্মালেও বর্তমানে সুস্থ আছে। তাকে ফটোথেরাপি দেওয়া হয়েছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে।

ইতোমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে যোগাযোগ করেছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডাক্তার আহসানুউল্লাহ  জানান , বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে আইনগত প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।