দেশে পর্যটন শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গল এখন নতুন আরেক উদ্যোগে পেয়েছে আলাদা মাত্রা। যাত্রীদের অপেক্ষার সময়টুকু যেন হয় অর্থবহ ও মননশীল— সেই ভাবনা থেকেই শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে রেলস্টেশন প্ল্যাটফর্মে স্থাপন করা হয়েছে ‘পাঠক কর্নার’ নামে একটি ছোট বুকস্টল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে এই পাঠক কর্নারের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খাঁন, শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার, শ্রীমঙ্গল রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠক কর্নারের কার্যপদ্ধতি সম্পর্কে নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম জানান, “রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা নিজেদের আগ্রহে বই নিতে পারবেন, পড়া শেষে বইটি আবার যথাস্থানে রেখে যাবেন— সম্পূর্ণভাবে ‘শেয়ার রিডিং’ বা পাঠ ভাগাভাগির একটি উদ্যোগ এটি।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, “রেলস্টেশনে প্রতিদিন শত শত যাত্রী অবস্থান করেন। অনেকে অপেক্ষার সময় মোবাইলে ব্যস্ত থাকেন। আমরা চাই তারা বইয়ের সঙ্গে সময় কাটান, পড়ার অভ্যাস ফিরে আসুক।”

শ্রীমঙ্গল পৌরসভার এই উদ্যোগে স্থানীয়রা প্রশংসা জানিয়ে বলেন, এটি শুধু বইপ্রেমীদের জন্য নয়, বরং সমাজে পাঠাভ্যাস গড়ে তুলতেও অনন্য ভূমিকা রাখবে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন দেশের অন্যতম ব্যস্ত ও পরিচ্ছন্ন ‘এ’ গ্রেডের স্টেশন। পর্যটন শহর হিসেবে প্রতিদিন হাজারো যাত্রী এখানে অবস্থান করেন। এমন একটি জায়গায় পাঠক কর্নার স্থাপন স্থানীয় সংস্কৃতি, পাঠাভ্যাস ও জ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সচেতন মহল।