মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মোহাজিরাবাদ এলাকায় ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চ ফলনশীল আনারসের জাত ‘এমডি-২’-এর প্রদর্শনী প্লটে বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। তিনি মাঠ দিবসের প্রদর্শনী প্লট ঘুরে দেখেন এবং ফিলিপাইনের এমডি-২ আনারসের সফল ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর প্রমুখ।

বিভাগীয় কমিশনার বলেন,
আধুনিক প্রযুক্তি ও নতুন জাতের ফসল চাষের মাধ্যমে কৃষকরা এখন বৈশ্বিক বাজারেও প্রতিযোগিতা করতে পারবে। ফিলিপাইনের এই এমডি-২ আনারস জাত আমাদের দেশে বাণিজ্যিকভাবে বড় ভূমিকা রাখতে পারে। আমি চাই—শ্রীমঙ্গলসহ সারা সিলেট অঞ্চলে এ জাতের আনারসের চাষ আরও বিস্তৃত হোক।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক শফিক গাজী মাঠ পর্যায়ে এমডি-২ আনারসের চাষ অভিজ্ঞতা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, “এই জাতের আনারসের ফলন ও গুণমান দেশি জাতের তুলনায় অনেক ভালো। বাজারমূল্যও বেশি পাওয়া যায়।”

এ সময় বক্তারা বলেন, ফিলিপাইনের এমডি-২ জাতের আনারস আমাদের দেশের জলবায়ুর সঙ্গে মানানসই এবং বাণিজ্যিকভাবে ব্যাপক সম্ভাবনাময়। এ জাতের আনারস রপ্তানিযোগ্য ফল হিসেবে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারে।