নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে রবিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, একসময় ব্যস্ত এই স্টেশনে এখন ট্রেন না থামায় যাত্রী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, “আহসানগঞ্জ স্টেশন ব্রিটিশ আমল থেকে জনগুরুত্বপূর্ণ। জনস্বার্থে ট্রেনের স্টপেজ ও সংস্কার জরুরি।”

বক্তারা রেল মন্ত্রণালয়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।