আহসানগঞ্জ স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ..
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ । ১৭:১৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ । ১৭:১৬
মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে রবিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, একসময় ব্যস্ত এই স্টেশনে এখন ট্রেন না থামায় যাত্রী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।
পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, “আহসানগঞ্জ স্টেশন ব্রিটিশ আমল থেকে জনগুরুত্বপূর্ণ। জনস্বার্থে ট্রেনের স্টপেজ ও সংস্কার জরুরি।”
বক্তারা রেল মন্ত্রণালয়ের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.