মহিপুরে বীর মুক্তিযোদ্ধা আ. সালাম..

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ । ২০:৩৪ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ । ২০:৩৪

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

মহিপুরে লতাচাপলী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আ. সালাম কাজী রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুসল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
শুক্রবার বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অফ অনার প্রদানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় নামাজের জানাজায় আরো অংশগ্রহণ করেন মহিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আসলাম, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সাবেক পটুয়াখালী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মধু, কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ: সাত্তার ফরাজীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা, লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আ. সালাম কাজীর মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!