
৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত..
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ । ২০:০৮ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ । ২০:০৮
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

দীর্ঘ ৬৫দিনের নিষেধাজ্ঞা শেষে সকল প্রস্তুতি সম্পন্ন করে বঙ্গোপসাগরে মাছ শিকারে রোববার ২৩ জুলাই মধ্যরাতে গভীর সমুদ্রে যাত্রা করবে উপকূলের জেলেরা। জেলে পল্লীগুলোতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। জাল ও ট্রলার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা। ব্যস্ততা দেখা গেছে বরফকলগুলোতেও। দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্যবন্দর আলীপুর-মহিপুরসহ কুয়াকাটা সমুদ্র উপকূলীয় এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.