গোবিন্দগঞ্জে মাদক, দেশীয় অস্ত্র ও..
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫ । ১৯:৪৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ । ১৯:৪৫
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি এবং অটোভ্যান চোরসহ পৃথক ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার একটি পরিত্যক্ত ঘরে তল্লাশী চালায়। এ সময় ওই ঘরে অবস্থান করা ৩ মাদক কারবারিকে ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৭শ’ টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে মেহেদী হাসান সবুজ সরকার (৪০), একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (৩২) এবং হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়া পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হুমায়ন কবির (৩০)।
গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
অপরদিকে, গতকাল রোববার বিকেল ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে উপজেলার কাটামোড় এলাকা থেকে অটোভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা হারুনুর রশিদ হারুন (২৫) নামে এক যুবককে হাতে-নাতে আটক করে থানায় সোপর্দ করে। আটককৃত হারুন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার জোলাপাড়া (বড়বাড়ি) গ্রামের মমতাজ আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ৪জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.