শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধামূল্যায়ন পরীক্ষা..
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ । ১৮:০১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ । ১৮:০১
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শনিবার অ্যাসোসিয়েশনভুক্ত ২৮টি বিদ্যালয়ের অংশগ্রহণে মেধামূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল রোটারি ক্লাব কর্তৃক পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ পরীক্ষায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ দিল আফরোজ বেগমের সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক সঞ্জিত বিশ্বাসের সহযোগিতায় পরীক্ষা গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।
মেধামূল্যায়ন পরীক্ষা চলাকালীন বিভিন্ন সময় পরিদর্শনে আসেন বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসেোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ – সভাপতি মোঃ মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.