শ্রীমঙ্গলে মাঝারি মাত্রার ভূমিকম্প
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ । ১৫:৫০ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ । ১৫:৫০
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
আজ শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলাজুড়ে মাঝারি মাত্রার ভুমিকম্প অনুভুত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী এ ভুমিকম্পের সময় বাড়ি-ঘর, ভবনগুলো কেঁপে ওঠে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া একটি ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা জেলার মাধবদী এলাকায়, যার স্থানাঙ্ক অক্ষাংশ ২৩.৭৭° উত্তর এবং দ্রাঘিমাংশ ৯০.৫১° পূর্ব। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আগারগাঁওয়ে অবস্থিত বিএমডি সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্ব দিকে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭, যা মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান ঢাকা অফিসের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছেন।
শ্রীমঙ্গলে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূকম্পন অনুভূত হওয়ার পর শ্রীমঙ্গল শহরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে মুহূর্তের জন্য আতঙ্ক তৈরি হয়। আতংকিত লোকজনের অনেকেই সাথে সাথে ঘরের বাইরে বেরিয়ে আসেন।
আজ দুপুর ২ টায় শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো.মহিবুল্লাহ আকন এর সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত শ্রীমঙ্গলে ভুমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.