মির্জাগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে আদালতে..
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ । ১৬:২১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ । ১৬:২১
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আবুল বাশার মোখলেছ সহ ৬ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে উপজেলা যুবলীগ নেতা মোঃ বশির আলমের নিকট চাঁদা দাবীর অভিযোগে আদালতে বশির আলমের দায়েরকৃত মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা ও সুবিদখালী সরকারী কলেজ ছাত্রদল এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় সুবিদখালী সরকারী ডিগ্রি কলেজ সংলগ্ন বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন উপজেলা ছাত্রদলের কার্য্যালয় সংলগ্ন বরিশাল – বরগুনা মহাসড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব গাজী মোঃ আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ বাদল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেঃ মাইনুল ইসলাম শাহিন ও সুবিদখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সাব্বির হোসাইন ফরাজী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন- গত ১৩ নভেম্বর আ’লীগের লকডাউন বাস্তবায়ন করতে যুবলীগ নেতা বশির আলম কর্মীসমর্থকদের একত্রিত করে নাশকতার পরিকল্পনা করে। আ’লীগে ডাকা লকডাউনের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ১২ নভেম্বর (মঙ্গলবার) রাত ৯টার দিকে প্রতিবাদ মিছিলটি সুবিদখালী বাজার অতিক্রমকালে যুবলীগ নেতা বশির আলমকে দেখতে পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ধাওয়া করলে বশির আলম পালিয়ে যায়। নিজের অপরাধ ধামাচাপা দিতে ১৬ নভেম্বর (রবিবার) যুবলীগ নেতা বশির আলম মির্জাগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপজেলা ছাত্রদল আহবায়ক মেঃ আবুল বাশার মোখলেছ সহ ৬ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে ২০ লক্ষ চাঁদা দাবীর অভিযোগে একটি মামলা করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলা, আমরা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ শতাধিক নেতা-কর্মী অংশ গ্রহন করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.