লেভেল প্লেয়িং ফিল্ড না এলে..

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ । ১৮:৫৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ । ১৮:৫৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সমমনা আট দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘সরকারকে এখনই সজাগ হতে হবে, নইলে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। প্রশাসনের বহু জায়গায় এখনো দলীয় পক্ষপাত চলছে। এর সঙ্গে তিন উপদেষ্টার প্রভাব- প্রতিপত্তি মিলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।’

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়য়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে চাই বলেই আমরা মাঠে। লেভেল প্লেয়িং ফিল্ড না এলে আমাদের (আট দল) কর্মসূচি অব্যাহত থাকবে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘আমাদের মূল দাবি তিনটি এখনো অপূর্ণ। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ফ্যাসিবাদের দোষীদের বিচার হয়নি এবং প্রশাসনে দলীয় পক্ষপাত রয়ে গেছে। এসব ইস্যুতে আট দলীয় জোটের স্টিয়ারিং কমিটি পরবর্তী কর্মসূচি ঠিক করে ঘোষণা দেবে।’

গণভোটে সংস্কার প্রস্তাবে জনগণকে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কমিশনের যে মূল সংস্কারগুলো রয়েছে, সেগুলোর পক্ষে আমরা শুরু থেকে আছি। এগুলো ভোটারদের সামনে সহজ ভাষায় তুলে ধরতে হবে।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!