পটুয়াখালী’র ঝাউতলায় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের..

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ । ১৬:৩২ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ । ১৬:৩২

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-

পটুয়াখালী পৌরসভার ঝাউতলা এলাকায় নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর মুহূর্তেই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।

শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুনের পোড়া দাগ দেখতে পান। এলাকাবাসীর দাবি, গভীর রাতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর চেষ্টা করেছে। তারা জানান, সেখানে এখনো পেট্রোলের গন্ধ টের পাওয়া যাচ্ছে।

স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ এই স্মৃতিস্তম্ভে হামলা শঙ্কাজনক ও পরিকল্পিত হতে পারে। তারা দ্রুত নিরাপত্তা জোরদার এবং দোষীদের শনাক্তে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই যোদ্ধা তোফাজ্জেল হোসেন ঘটনাটিকে ‘জুলাইয়ের চেতনায় আঘাত’ হিসেবে উল্লেখ করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে—দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশা করছি।”

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে নিশ্চিত হওয়া গেছে যে স্মৃতিস্তম্ভের বড় ধরনের ক্ষতি হয়নি। তিনি বলেন, “শুধু নিচের অংশে কিছু কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত দোষীদের সনাক্ত করা হবে।”

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিশ্লেষণ চলছে। তিনি আরও জানান, “এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!