শ্রীমঙ্গলে আমন ধান কাটা শুরু..
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ । ১৪:২৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ । ১৪:২৫
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে আমন ধান কাটা-মাড়াই। উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে শুরু হয়েছে এই মৌসুমের প্রথম ধান কাটা। আগামী এক সপ্তাহের মধ্যেই পুরো উপজেলায় ধান কাটার কাজ পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। ফলে কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৮ হাজার ২৪৩ মেট্রিক টন ধান এবং ৪৫ হাজার ৪০ মেট্রিক টন চাল। এ লক্ষ্যে উপজেলায় ১৫ হাজার ৩২০ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে।
তিনি আরও জানান, গড়ে প্রতি বিঘায় ২৫ মন ধান ফলন হলে, মোট ৪৫ হাজার ৯৬০ বিঘা জমি থেকে প্রায় ১১ লাখ ৪৯ হাজার মন ধান উৎপাদিত হবে। যা প্রায় ৬৮ হাজার ২৪৩ মেট্রিক টনের সমান। এই ধান থেকে মিলিং শেষে প্রায় ৪৫ হাজার ৪০ মেট্রিক টন চাল পাওয়া যাবে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান ও সুমা পাল জানান, অনুকূল আবহাওয়া, সময়মতো সার-বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভাবনা রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়েছেন যাতে আধুনিক জাতের ধান চাষের মাধ্যমে ফলন বাড়ানো যায়।
সুমা পাল আরও জানান, চলতি মৌসুমে উপজেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ১২০ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে ১৫ হাজার ৩২০ হেক্টর জমিতে-অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২০০ হেক্টর বেশি আবাদ হয়েছে।
স্থানীয় সাংবাদিক ও কৃষক মো. শাকির আহমদ বলেন, ‘এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। আমি আমার জমিতে প্রতি কেয়ারে ১৫-২০ মন ধান পাব বলে আশা করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন জানান, ‘আবহাওয়া অনুকূলে থাকা এবং আকস্মিক বন্যা না হওয়ায় এ বছর আমন ধানের আবাদ ও ফলন দুটোই ভালো হয়েছে। নিয়মিত বৃষ্টিপাতের কারণে রোগবালাইয়ের আক্রমণও কম ছিল। ইতোমধ্যে স্থানীয় ও আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে, আর সপ্তাহখানেক পর পূর্ণমাত্রায় কাটা শুরু হবে। ভালো ফলনের খবর শুনে কৃষকেরা ইতোমধ্যেই হাসিমুখে নতুন ফসল ঘরে তুলতে প্রস্তুত হচ্ছেন’।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.