গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ । ১৩:০১ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ । ১৩:০১

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে । সোমবার (১০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ করে তার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির চারটি কক্ষ, আসবাবপত্র এবং একটি গরু পুড়ে গেছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রিফাত আর মামুন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,। বাড়িটি তালাবদ্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!