কাঁঠালিয়ায় বন্ধ ব্রিজের কাজ শেষ..
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ । ১৭:০০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ । ১৭:০০
মোঃ মাছুম বিল্লাহ কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠিঃ
ঝালকাঠি উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর উপর নির্মানাধীন বন্ধ হওয়া ব্রিজের কাজ দ্রæত শেষ করার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ ব্রীজের নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভাগ্যে রয়েছে এলাকাবাসী। আজ সোমবার সকাল ১১ টায় ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন এর আয়োজন করেন। ব্রিজ সংলগ্ন সড়কের দু-পাশে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, ধোপার নদীর এ ব্রিজের কাজ ২০২১ -২০২২ অর্থবছরে শুরু করা হয়, ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও আজও শেষ হয়নি ব্রিজর ২০ শতাংশ কাজ। ঠিকাদার কাজ ফেলে লাপাত্তা হয়ে গেছে। বিকল্প কাঠের নির্মিত লক্কর ঝক্কর ভাঙ্গাচুরা ব্রিজ দিয়ে প্রতিদিন ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, কাঠালিয়া উপজেলার একমাত্র আমুয়া হাসপাতাল, আমুয়া বন্দরসহ তিনটি বাজারের বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার নারী, শিশু ও রোগী যাতায়াত করছে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা অতি দ্রæত সময়ের মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ শেষ করার জন্য জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন সভাপতি মোঃ মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মনজুরুল হক,বাংলাদেশ জামাতে ইসলামীর কাঠালিয়া উপজেলা আমির মাস্টার মোঃ মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.