ভোটার এলাকা পরিবর্তনের সময় শেষ..

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫ । ২১:৩৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ । ২১:৩৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ভোটাররা তাদের ভোটার এলাকা পরিবর্তন বা মাইগ্রেশন করতে পারবেন।

এই আবেদন করার শেষ তারিখ আগামীকাল সোমবার (১০ নভেম্বর)।

গত ৬ নভেম্বর ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর/মাইগ্রেশন আবেদন দাখিল করা যাবে।

এজন্য আবেদন ফরম-১৩ যথাযথভাবে পূরণ করে স্ব-শরীরে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরমটি ecs.gov.bd তে পাওয়া যাবে। পরে ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত ৪ নভেম্বর ইসি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠির অনুলিপি ইসি সচিবালয়সহ মাঠপর্যায়ের সকল কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করার আগে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল ও দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তি করতে বিস্তারিত সময়সূচি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার এলাকা পরিবর্তন করতে হলে ১৩ নম্বর ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!