আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের..

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫ । ২১:২১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ । ২১:২১

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমফ) প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মিশন চিফের অ্যাডভাইজার ক্রিস পাপাজর্জিউয়ের নেতৃত্বে বৈঠকে অংশ নেয় আইএমএফের প্রতিনিধি দল। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার ও বিএনপির সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় প্রাধান্য পেয়েছে—মূল্য সংযোজন কর (ভ্যাট)-এর হরমোনাইজেশন এবং ছাড় হ্রাস বা বিলোপের নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, করপোরেট কর বৃদ্ধি করে জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত উন্নত করা, ব্যাংকিং খাতের সংস্কার এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি; যা বিএনপির নীতি অগ্রাধিকারের অংশ হিসেবে বিশেষভাবে উপস্থাপিত হয়।

বিএনপি প্রতিনিধিদল জোর দিয়ে উল্লেখ করে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে যে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।

আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি-অগ্রাধিকার এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!