জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি..
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫ । ২০:২৩ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ । ২০:২৩
মোঃ কামরুজ্জামান শুভ, হিলি করেসপন্ডেন্ট,দিনাজপুর
সম্প্রতি দেশের একটি সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের ঘটনার পর হিলি সীমান্ত দিয়ে জাল নোট প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। শনিবার ( ৮ নভেম্বর) দুপুরে বাড়তি সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারী।
তিনি বলেন, জাল নোটের প্রবেশ ঠেকাতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে সীমান্ত এলাকা গুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের চেকপোস্ট গুলোতে বাড়ানো হয়েছে বিজিবি সদস্য সেই সাথে জোরদার করা হয়েছে টহল। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করা বৈধ পাসপোর্ট যাত্রীদের তল্লাশি করা হচ্ছে যাতে ভারত থেকে বাংলাদেশি কোনো টাকা তারা আনতে না পারে। বিজিবি সব সময় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.