জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে..
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫ । ২৩:১০ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ । ২৩:১০
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ র্যালী ও পথসভার আয়োজন করা হয়।
আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সুবিদখালী বাজারস্থ নান্নু শপিং কমপ্লেক্সের সামনে থেকে উপজেলা বিএনপি সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নুর নেতৃত্বে র্যালিটি বের হয়ে সুবিদখালী সরকারী কলেজ রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বালিকা বিদ্যালয় সংলগ্ন ওয়ালটন প্লাজার সামনে গিয়ে র্যালী শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ মুন্সীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নু ও সিনিয়র সহ সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু সিকদার প্রমূখ।
র্যালীতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.