পূর্বশত্রুতার বলি: পুকুরে বিষ দিয়ে..

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫ । ১৮:৫৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ । ১৮:৫৭

মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পূর্বশত্রুতার জেরে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পূর্ব কার্ত্তিকপাশা গ্রামে। দুর্বৃত্তরা গভীর রাতে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। গত বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়।

ভুক্তভোগী মাছচাষী শামীম হাওলাদার জানান, তাঁর পুকুরে চাষ করা রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া-সহ বিভিন্ন প্রজাতির মাছ বিষের প্রভাবে মারা গেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুকুরের পানিতে বিপুল সংখ্যক মৃত মাছ ভাসতে দেখে বিষয়টি জানতে পারেন।

তিনি সরাসরি অভিযোগ করেছেন, একই গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে জসিম হাওলাদার ও তার সহযোগীরা পূর্ব বিরোধের জেরে এই জঘন্য কাজ করেছেন।

এই ব্যাপক ক্ষতির প্রেক্ষিতে, শামীম হাওলাদার দ্রুত আইনি পদক্ষেপ নিয়েছেন। তিনি জসিম হাওলাদার-সহ মোট ছয়জনের বিরুদ্ধে পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানা পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুকুরে বিষ প্রয়োগের কারণে শুধু যে বিশাল আর্থিক ক্ষতি হলো তা নয়, এলাকার পরিবেশের ওপরেও এর মারাত্মক বিরূপ প্রভাব পড়বে। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো: ইমতিয়াজ হোসেন জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!