সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেয়ার চেষ্টা..

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫ । ১৫:১৪ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ । ১৫:১৫

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গণ-অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এই অপচেষ্টা রুখে দিতে দেশের সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান জানান তিনি।

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে মোহাম্মদ তাহের এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর এ নায়েবে আমির বলেন, সংস্কার প্রক্রিয়াকে ষড়যন্ত্র করে একটি পক্ষ থামিয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে যে আদর্শিক সংগঠনকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে জাতীয় নির্বাচনেও চার কোটি তরুণরা তাদেরকে বেছে নেবে।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নেতৃত্বে কাদেরকে দেখতে চান, সেটি ৪ টি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন। ছাত্র রাজনীতির যে সংস্কৃতি বিদ্যমান ছিল, সেটির পরিবর্তন ঘটেছে।

এসময় জামায়াতের এন নেতা প্রত্যাশা করেন, চব্বিশের অভ্যুত্থানে ছাত্রসমাজ যেভাবে অপশাসনের পতন ঘটিয়েছে, এখন সমাজ থেকে দুর্নীতি বিলোপেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!