শেখ হাসিনা পালিয়ে গেলেও তার..
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫ । ১০:৫৩ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ । ১০:৫৩
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন- শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। ভারতকে দিয়ে বাংলাদেশকে প্রেসার করাচ্ছে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। সেটা সম্ভব না।
শেখ হাসিনা এদেশে ২০ হাজার মানুষকে গুলি করেছে মেরেছে, ৩০ হাজার লোককে আহত করেছে, ৬০০ সন্তান প্রায় অন্ধ হয়ে গেছে। আমাদের সন্তানদের আন্দোলনের মুখে শেখ হাসিনা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে স্পিকার, মন্ত্রী, ৩০০ এমপিও পালিয়ে গেছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় ছাদু মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম শিকদার, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমিনুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সদস্য প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান ও আমড়াগাছিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রোকেয়া মতিন প্রমুখ।
তিনি আরো বলেন, তারা আমাদের সমাজের প্রত্যেকটি পরতে পরতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এজেন্ট ডুকিয়ে দিয়েছে। ‘র’ কিন্তু দূরদর্শী পরিকল্পনা করেছে এবং আমাদের কোমলমতি সন্তানদেরকে ‘র’-এর এজেন্ট হিসেবে রিক্রুট করার চেষ্টা করছে। আমাদের সন্তানরা যাতে তাদের পাতানো ফাঁদে পা না দেয় সেজন্য সকল অভিভাবককে সজাগ থাকতে হবে।
এসময় পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.