নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য..

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫ । ১৬:০৫ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ । ১৬:০৫

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৫ অক্টোবর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থে‌কে নানা গুজব ছড়া‌নো হ‌চ্ছে, এসব গুজব থেকে সবাইকে সোচ্চার থাকাসহ গণমাধ্যম সঠিক সংবাদ প্রচার করলে কোনো গুজবই কা‌জে আস‌বে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিনে বের হয়ে কোন বিশৃঙ্খলা করলে তাদেরকে দমানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে।

মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, গাজীপু‌রের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃদ্ধ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!