গ্রামীণ নারীদিবসে আলোচনায় প্রযুক্তি সহায়ক..

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫ । ১৫:৫১ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ । ১৫:৫১

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, নারী অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারাবলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই সহিংসতা প্রতিরোধে আইনি সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং নারী নেতৃত্বের বিকাশ অপরিহার্য।

সভাটি আয়োজন করে ‘বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক রেডিও কমিউনিকেশন (BNNRC) অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্প। এটি নাগরিক সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়, যেখানে কারিগরি সহায়তা প্রদান করে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা শিরিন নাহার। সভার সমন্বয়কারী ছিলেন মাহফুজা আক্তার এবং সঞ্চালনা করেন সাংবাদিক ফিরোজ আহমেদ।

সভায় নারী অধিকারকর্মী, কৃষি ও বীজ সংরক্ষণে জড়িত নারী, ডিজিটাল উন্নয়নকর্মী এবং কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের ১২ জন নারী কর্মীকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

মোট ৫০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভাটি পটুয়াখালী অঞ্চলে নারীর ডিজিটাল নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে বলে অনুষ্ঠানে প্রতীয়মান হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!