শ্রীমঙ্গলে ‘আতর আলী হর্টিকালচার এন্ড..

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫ । ০০:০৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ । ০০:০৩

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকায় অবস্থিত ‘আতর আলী হর্টিকালচার এন্ড ফার্ম’ পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন (২৪ বিএন)-এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) ও উপ-পরিচালক মো. সাহাদাত হোসেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার মোহাম্মদ মাজহারুল ইসলাম।

পরিদর্শনকালে অধিনায়ক মো. সাহাদাত হোসেন ফার্মের বিভিন্ন ফল ও ফসলের চাষাবাদ ঘুরে দেখেন এবং আতর আলীর উদ্যোগ ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, আতর আলী একজন সফল কৃষি উদ্যোক্তা। তাঁর ফার্মে রয়েছে কফি, লেবু, লটকন, আনারস, কলা, সুপারি, নাগামরিচ, শসা, করলা, পেয়ারা ও আমসহ নানা জাতের ফল ও ফসল।

বহুমুখী কৃষি সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৪-২০২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আতর আলী ‘শ্রেষ্ঠ কৃষক’ হিসেবে পুরস্কৃত হয়েছেন।

শ্রীমঙ্গলের এই সফল কৃষি উদ্যোক্তা আতর আলী বর্তমানে আনসার ও ভিডিপি’র ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!