পটুয়াখালীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা..
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫ । ২২:৩৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ । ২২:৩৭
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় দক্ষিণ ধরান্দি মাঠে কমলাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। এদিকে দুপুরে থেকেই কয়েক হাজার নারী পুরুষ সভা স্থানে উপস্থিত হন।
জনসভায় আলতাফ হোসেন চৌধুরী বলেন, কোন এক দল আছে যারা তাদের কর্মীদের বাসা বাড়িতে পাঠিয়ে জায়নামাজে দাড়িয়ে ভোট চাচ্ছে আর বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নবী পাবে। এই কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তারা। তাছাড়া এ নির্বাচন সংক্ষেপ হবে না, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার আহবান জানান। তিনি আরো বলেন, আমরা গত ১৫ বছরের যা করতে পারিনি তা আমাদের শিশু সন্তানরা করে দেখিয়ে দিয়েছে। আওয়ামীলীগ পুলিশের বন্দুকের নলের মাথায় বুক পেতে দিয়েছিল। জীবনের মায়া করে নাই তারা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছে তাদের সাথে সাথে তাদের শিক্ষক ও পরিবারের সদস্যরা মাঠে নেমেছিল তাদের সাথে সাথে তাদের সাথে আমরা সহ বিশ কোটি মানুষ রাস্তায় নেমেছিল এবং তারা বাধ্য হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.