নওগাঁর ছয় আসনে বিএনপি’র প্রার্থীর..
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫ । ২২:৩৩ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ । ২২:৩৩
মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।
রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন—নওগাঁ-১: মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২: শামসুজ্জোহা খান জোহা, নওগাঁ-৩: ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪: ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৬: শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা হবে।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ধানের শীষ প্রতীকে অংশ নিচ্ছে। নওগাঁসহ সারাদেশে ত্যাগী ও যোগ্য নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে।”
স্থানীয় পর্যায়ে জানা গেছে, এই প্রার্থীরা সকলে মাঠপর্যায়ে সংগঠিত ও জনপ্রিয়। তৃণমূলের আশা—এই নেতৃত্বেই বিএনপি আবারও ভোটের মাঠে শক্ত অবস্থানে ফিরবে।
বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে নওগাঁর বেশ কয়েকটি আসনে ধানের শীষের জয় সম্ভাবনা উজ্জ্বল।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.