শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ৭৬ পিস..

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫ । ১৬:৫৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ । ১৬:৫৪

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুই অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট.ও নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সোমবার (৩ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে সোমবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকায় এসআই আনিছুর রহমানসহ পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় শাহীবাগ গ্রামের মো. ছলিম মিয়ার স্ত্রী পারুল বেগম টুনি (৩২)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, দ্বিতীয় অভিযানে সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে এসআই অলক বিহারী গুণসহ পুলিশের অপর একটি টিম নিয়ে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা এলাকার হোটেল বিরতির তৃতীয় তলার ৯ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করেন। সেখানে অবস্থানরত তমিজ উদ্দিন (৫১) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আরও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দুই অভিযানে মোট ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে মাদক নির্মূলে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!