পুলিশ কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা..
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫ । ১৬:৫১ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ । ১৬:৫১
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় নির্বাচন, সীমান্তের কিছু বিষয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক বা অন্য কোন হত্যাকাণ্ড হোক, সবই আইনের আওতায় আসবে।
অবৈধ অস্ত্র নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র কত তাড়াতাড়ি উদ্ধার করা যায় সেই চেষ্টা চলছে। রাউজানে অপারেশন করে অস্ত্র উদ্ধার করেছি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.