হলুদ মাল্টা চাষ করে জেলায়..

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫ । ১৪:০১ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ । ১৪:০১

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের হায়াপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা জামাল উদ্দিন নিজের হাতে গড়া বাগানে হলুদ মাল্টা চাষ করে সাড়া ফেলেছেন এলাকায়। স্থানীয় কৃষি অফিসের সহায়তা ও পরামর্শে তিনি এই ব্যতিক্রমী চাষে হাত দেন, আর এখন তার সফলতা দেখে আশেপাশের কৃষকরাও অনুপ্রাণিত হচ্ছেন মাল্টা চাষে।

জামাল উদ্দিন জানান, তিনি তার নিজস্ব ৪ বিঘা জমিতে মাল্টার চাষ শুরু করেন। এর মধ্যে ৭০-৮০টি গাছে স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে ‘ব্যাগিং’ পদ্ধতি প্রয়োগ করেন। এই পদ্ধতিতে ফলের গায়ে বিশেষভাবে ব্যাগ পরিয়ে রাখা হয়, যাতে পোকামাকড়ের আক্রমণ বা আবহাওয়ার ক্ষতি না হয়। মাত্র এক মাসের মধ্যেই মাল্টাগুলো উজ্জ্বল হলুদ রঙ ধারণ করে – যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও সুস্বাদু।

‘আমি মাল্টা চাষ করে বেশ ভালো ফলন পেয়েছি। ইতোমধ্যে বিক্রি করে দুই লক্ষাধিক টাকা আয় করতে পেরেছি,’- বলেন উদ্যোক্তা জামাল উদ্দিন।

জামালের বাগানে শুধু হলুদ মাল্টাই নয় – সবুজ মাল্টা, কমলা, জাম্বুরা, লটকন, লিচু, কলা, আদা লেবু ও লুকলুকি সহ নানা জাতের ফলের চাষও চলছে। তার বাগান এখন কৃষি সম্ভাবনার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনি সিংহ বলেন, ‘হলুদ মাল্টার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ব্যাগিং পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে চাষ করে আমরা দারুণ সফল হয়েছি। এর ভবিষ্যৎ খুবই আশাব্যঞ্জক।’

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান জানান, ‘জুড়ী উপজেলায় প্রায় ২৩ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়, যার জাত বারি-১। সাধারণত এই জাতের মাল্টা পরিপক্ক হলেও সবুজ রঙের থাকে। সবুজ থাকার কারণে কৃষকদের কম দামে বিক্রি করতে হয়। কিন্তু ব্যাগিং করলে এই মাল্টা সুন্দর হলুদ রঙ ধারণ করে এবং বাজারে ভালো দাম পাওয়া যায়।”

তিনি আরও বলেন, ‘ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত এই মাল্টা শতভাগ নিরাপদ-কোনো ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করতে হয় না। এ বছর জামাল উদ্দিনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এটি করা হয়েছে, আগামী বছর আমরা জুড়ীর সব বাগানেই এই পদ্ধতি চালু করার পরিকল্পনা নিয়েছি।’

বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেখানে নভেম্বর মাসে মাল্টা হলুদ হয়, সেখানে জুড়ীর এই বাগানে অক্টোবর মাসেই হলুদ হয়ে গেছে – যা স্থানীয় কৃষির জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!