রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নয়,..

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫ । ১২:৫৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ । ১২:৫৭

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য হোক কিন্তু কোনো মতবিরোধ না হোক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, সুস্থ মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্যকে ধরে রাখে এবং রাজনৈতিক পরিবেশকে গতিশীল করে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জামায়াত আমির। প্রায় ১৫ দিনের এ সফরকালে তিনি প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠান ও মতবিনিময় সভায় অংশ নেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর উচিত দেশের স্বার্থকে সামনে রেখে দায়িত্বশীল আচরণ করা। তিনি আরো বলেন, ভিন্ন মত পোষণ করা গণতন্ত্রের অন্তর্ভুক্ত, তবে তা কখনো দ্বন্দ্ব বা সংঘাতে পরিণত হওয়া উচিত নয়।

এসময় প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এখনো নানা জটিলতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি ভোটার তালিকা হালনাগাদের নির্ধারিত সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের প্রস্তুতির কথাও তুলে ধরে জামায়াতের আমির বলেন, বিএনপির ২৩৭ জন প্রার্থী এখনো ঘোষণা হয়নি, অথচ জামায়াতে ইসলামি এক বছর আগেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করেছে। দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ভোরের আলো ফোটার আগেই বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। তাকে বরণ করে নিতে ব্যানার, ফুলের তোড়া হাতে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করেন নেতাকর্মীরা। তাদের স্লোগান ও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বিমানবন্দরের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!