গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে..

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫ । ১৭:০৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ । ১৭:০৭

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে ইটের দেওয়াল কেটে গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনিতে নিহত ৩ চোরের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার(৫০), একই জেলার দুপচাচিয়া সাহাপাড়া গ্রামের হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১)(৩)বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল(৩৮)বলে জানা গেছে। আজ সোমবার সকালে ২জনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য: গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়নের নারিসারবাদ গ্রামে শনিবার দিবাগত আড়াইটার দিকে কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে ছালাম নামে এক কৃষকের গোয়ালঘর থেকে দেওয়াল কেটে , অজ্ঞাত ৮-১০জনের চেরের দল পিকাপ যোগে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার করে। এলাকাবাসী এগিয়ে এসে চোরদের ধাওয়া করলে, সন্দেহ ভাজন ৩ চোর পুকুরে লাফ দেয়। পরে এলাকাবাসী পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনা স্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পথে এক জন মারাযায়। এ খবর পেয়ে রোববার সকালে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিহত ৩ চোরের মরদেহ উদ্ধার করে পোষ্ট মোর্টেমের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করে। খবর পেয়ে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সে সময় নিহত চোরদের পরিচয় পাওয়া না গেলে সনাক্ত করতে সিআইডি ক্রাইম সিন টিম কাজ করলে ও থানা পুলিশের প্রচেষ্টায় পরে তাদের পরিচয় পাওয়া যায়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!