বামনায় জামায়াতে যোগ দিলেন সাবেক..

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫ । ১০:১০ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ । ১০:১০

মোঃ শাকিল আহমেদ বামনা করেসপন্ডেন্ট, বরগুনা :-

বরগুনা জেলার বামনা উপজেলার তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার (২ নভেম্বর) বিকেলে তিনি বরগুনা জেলা জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জামায়াতে যোগ দেন।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দলীয় রাজনীতি ও ব্যক্তিগত রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, দলীয় রাজনীতিকে আমি কখনোই ক্ষমতার মাধ্যম হিসেবে বিবেচনা করিনি। আমার কাছে রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা সৃষ্টির এক আন্তরিক প্রচেষ্টা।

মামুন জানান, ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়ে বামনায় ফিরে এসে তিনি প্রথমে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন।

পরে ২০০২ সালে তৎকালীন সংসদ সদস্য আলহাজ্জ্ব নূরুল ইসলাম মনিরের আহ্বানে বিএনপিতে যোগ দেন এবং বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, ২০১৪ সালে উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে আমাকে বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে কোনো আদেশপত্র বা বিজ্ঞপ্তি পাইনি। পরে একাধিকবার পুনর্বহালের আবেদন করলেও তা আলোর মুখ দেখেনি।

বিএনপি থেকে বহিষ্কারের পর তিনি দীর্ঘ সময় নির্দলীয় অবস্থান থেকে এলাকার শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অধঃপতনে হতাশ হয়ে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেন।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে মুর্তাজা আহসান মামুন বলেন, “নিজ স্বার্থে নয়, কোনো পদ-পদবীর আকর্ষণে নয়, মানুষের হিতার্থে রাজনীতি করি। দলের বর্তমান পরিস্থিতিতে নতুন করে সম্পৃক্ত হওয়ার যৌক্তিকতা খুঁজে পাইনি।

জামায়াতে যোগদানের সময় জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় আরো উপস্থিত ছিলেন বরগুনা–২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবু জাফর মো. সালেহ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান এবং গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল জলিল আকন্দ প্রমুখ।

এদিকে সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিলসহ যোগ দেন। “ন্যায়ভিত্তিক সমাজ গঠন চাই, অন্যায়ের বিরুদ্ধে ঐক্য চাই”, “আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই” এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা আমীর অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ থেকে বিচ্যুত জাতি কখনো ন্যায় ও শান্তি লাভ করতে পারে না। আজকের সমাজে দুর্নীতি, লুটপাট, বিচারহীনতা আর অন্যায়ের যে দৌরাত্ম্য দেখা যাচ্ছে, তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই ফল।

তিনি আরও বলেন, যে জাতি ইসলামী মূল্যবোধ বিস্মৃত হয়, সে জাতি কখনো ন্যায় ও শান্তি পায় না। তাই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলাম ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করতে হবে। এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি আদর্শিক আন্দোলন, যা দেশের মানুষকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলার জন্য কাজ করছে। ন্যায়ের পক্ষে দাঁড়ানো ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবু জাফর মো. সালেহ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য ও বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল জলিল আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েমের প্রত্যয়ে ঐক্যবদ্ধ হয়ে জুলুমের আঁধার দূর করতে হবে। আল্লাহর দেওয়া কুরআনের আলোয় পরিচালিত সমাজেই প্রকৃত শান্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা সাইদুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!