শ্রীমঙ্গলে জনতা ব্যাংকের খেলাপি ঋণ..
প্রকাশ: ২ নভেম্বর ২০২৫ । ১৮:৫০ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ । ১৮:৫০
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
শ্রীমঙ্গলে জনতা ব্যাংক পিএলসি’র খেলাপি ঋণ আদায় মাস উপলক্ষে রবিবার বিকেল সাড়ে ৪টায় এক গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রবিউল আলম, এছাড়া সিলেট অফিসের এজিএম শুভাষীশ চক্রবর্তী, বিভাগীয় অফিসের প্রিন্সিপাল অফিসার রুহুল আলম এবং মৌলভীবাজার এরিয়ার ডিজিএম মো. রফিকুল ইসলামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় মো. সালাহ উদ্দিন জানান, খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম নিয়ম ও নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে পরিপালন করা হচ্ছে। তিনি আরও বলেন, গ্রাহকদের সহযোগিতা এবং ব্যাংকের নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে খেলাপি ঋণ কমানো সম্ভব হচ্ছে।
প্রধান অতিথি মোহাম্মদ রবিউল আলম গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং খেলাপি ঋণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “ব্যাংকের লক্ষ্য গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ঋণ আদায়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করা।”
সভায় উপস্থিত কর্মকর্তারা ঋণ আদায় প্রক্রিয়া, সময়মতো কিস্তি পরিশোধ এবং খেলাপি ঋণ কমানোর জন্য বিভিন্ন সহায়তা ও পরামর্শ প্রদান করেন। গ্রাহকরা এ ধরনের উদ্যোগকে প্রশংসা জানান এবং ব্যাংকের কার্যক্রমকে স্বচ্ছ ও দায়িত্বশীল হিসেবে আখ্যায়িত করেন।
সভা শেষে তথ্য অনুযায়ী ১ লাখ ৬২ হাজার টাকা খেলাপি ঋণ আদায় করা হয়েছে, যা ব্যাংকের কার্যক্রমের স্বচ্ছতা ও কার্যকারিতা আরও প্রমাণ করছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.