জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

প্রকাশ: ২ নভেম্বর ২০২৫ । ১৫:১৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ । ১৫:৩০

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ জানান, দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনের চতুর্থ তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!