শেখ হাসিনার প্লট জালিয়াতি মামলার..

প্রকাশ: ২ নভেম্বর ২০২৫ । ১৪:২৭ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ । ১৪:২৭

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রোববার (২ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হবে।
এ মামলার অন্য আসামিরা হলেন: শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।

এছাড়া এদিন মামলার ৯ নম্বর আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সদস্য খুরশিদ আলমকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর কথা রয়েছে। পরে সাক্ষীদের জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী।

গেল ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন খুরশিদ আলম। পরে ৩০ অক্টোবর তাকে আদালতে হাজির না করায় সেদিন স্থগিত থাকে এই মামলার বিচারকাজ।

পূর্ববর্তী সাক্ষীরা শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট বরাদ্দের আবেদন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতকে নিশ্চিত করেন।

সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!