শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অপহৃত..

প্রকাশ: ১ নভেম্বর ২০২৫ । ১৬:৪৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ । ১৬:৪৫

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অপহৃত স্কুলছাত্রী (১৬) কে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত প্রধান আসামি শাকির মিয়া (২৬)কে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। শনিবার (০১ নভেম্বর) এসআই শ্যামল কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটি টিম কমলগঞ্জ থানাধীন বনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাকির মিয়াকে গ্রেফতারপূর্বক অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর বিকাল আনুমানিক ৪ টায় খেজুরিছড়া র‌্যানার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফুসকুড়ি বিমান ঘাটির সামনে পৌঁছালে অভিযুক্ত শাকির মিয়া (২৬) প্রলোভন দেখিয়ে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর ভিকটিমের পিতা পুরুষতম তাঁতী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!